বৈদ্যুতিক পিলারে আটকে পড়া ছাগল ছানা উদ্ধার করল ফায়ার সার্ভিস

|

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা:

সাতক্ষীরা সদরের বাকাল এলাকায় একটি ছাগলের বাচ্চা মাঠের মধ্যে রাখা বিদ্যুতিক পিলারের ছোট ফাঁক-ফোকড়ের মধ্যে আটকে গেলে সেটিকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উদ্ধার করে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি টিম।

বাকাল এলাকার রমজান আলীর স্ত্রী বৃদ্ধা হাসিনা বেগম জানান, সকালে ছাগলের বাচ্চাটি মাঠের মধ্যে ছেড়ে দেওয়ার পর আর খুজে পাচ্ছিলাম না। পরে এক সময়ে দেখি বাকাল স্কুলের খেলার মাঠে রাখা বৈদ্যুতিক পিলারের ছোট ফাঁক-ফোকড়ের মধ্যে ঢুকে আটকে পড়ে ডাকাডাকি করছিল।

স্থানীয়রা জানান, ছাগলের বাচ্চাটি এমনভাবে ভিতরে আটকে গিয়েছিল যা সাধারণ মানুষের পক্ষে বের করা সম্ভব না। সেজন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে ছাগলের বাচ্চা টি উদ্ধার করে দিয়েছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আজিজুর রহমান জানান, মাঠের মধ্যে রাখা বৈদ্যুতিক পিলারগুলো অনেক বড় ও ভারী তার মধ্য থেকে ছাগলের বাচ্চাটি উদ্ধার করা বেশ কঠিন ছিল। সেগুলো সরিয়ে আমরা ছাগলের বাচ্চাটি জীবিত উদ্ধার করেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply