২ লাখ ২ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

|

আগামী বাজেটের এডিপি অনুমোদন দেয়া হয়েছে আজ। জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি’র সভায় এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ২ লাখ ২ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়েছে।

২০১৯-২০ অর্থবছরের এডিপিতে, স্থানীয় সরকার ও পরিবহন খাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্প বাড়ছে ফলে এডিপি’র আকারও বাড়ছে। মেট্রোরেল, পদ্মাসেতু ও পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের গুরুত্ব বিবেচনায় পরিবহন খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৫২ হাজার ৮০৫ কোটি টাকা। যা মোট এডিপির ২৬ দশমিক শূন্য ৫ শতাংশ।

অন্যদিকে বিদ্যুৎ খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ধরা হবে ২৬ হাজার ১৭ কোটি টাকা। এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১৭ হাজার ৫৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম দশ মাসে এডিপি বাস্তবায়নের হার ৫৪ দশমিক ৯৪ ভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply