২১ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন জাভি

|

বর্ণাঢ্য ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানলেন সাবেক বার্সেলোনা তারকা জাভি হার্নান্দেজ। সোমবার তেহরানের আজাদি স্টেডিয়ামে নিজ ক্লাব আল সাদের হয়ে শেষ ম্যাচটি খেললেন তিনি।

তবে ক্যারিয়ারের শেষ ম্যাচে জয় পাওয়া হয়নি সাবেক এই স্পেন তারকার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে তার দল হেরেছে ২-০ গোলে। আগস্টে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড খেলবে আল সাদ। কিন্তু ততোদিন পর্যন্ত খেলা চালিয়ে যেতে রাজি নন জাভি।

তবে মাঠে না থাকলেও ক্লাবটির ডাগআউটে দেখা যেতে পারে তাকে। বর্ণাঢ্য ক্যারিয়ারে জাভি বার্সেলোনার হয়ে খেলেছেন রেকর্ড ৭৬৯টি ম্যাচ। যার মধ্যে লা লিগায় ম্যাচ খেলেছেন ৫০০টি।

বার্সার হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে জিতেছেন ৮টি লিগ শিরোপা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। আর স্পেনের জার্সি গায়ে খেলেছেন ১৩৩ টি ম্যাচ। জিতেছেন একটি বিশ্বকাপ ও দুটি ইউরো শিরোপা।

২০১৫ সালে কাতারের ক্লাব আল সাদে যোগ দেন জাভি হার্নান্দেজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply