২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ!

|

মাত্র ২০ সেকেন্ড আগে স্টেশন ছেড়ে চলে গেছে ট্রেন। তাতেই বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করলো ট্রেনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এমন ঘটনা ঘটেছে জাপানে।

বিবিসি জানিয়েছে, ‘তসুকুবা এক্সপ্রেস’ নামক ট্রেনটি চলে রাজধানী টোকিও থেকে উত্তরের তসুকুবা শহরের রুটে। টোকিওর মিনামি নাগারেয়ামা স্টেশন ছাড়ার কথা ছিল স্থানীয় সময় সকাল ৯টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ডে। কিন্তু কোনো কারণে স্টেশন ছেড়ে যায় ৯টা ৪৪ মিনিট ২০ সেকেন্ডে। যাত্রীদের কেউ বিষয়টা টেরও পাননি। মাত্র ২০ সেকেন্ডের আগ-পিছ হওয়ার ঘটনা কারো খেয়াল করারও কথা না।

কিন্তু এই ‘অব্যবস্থাপনা’ ঠিক ধরতে পারে কর্তৃপক্ষ। এরপর বিবৃতিতে দিয়ে তারা বলেছে, ট্রেনের কর্মীরা ঘড়িতে সময় ঠিকভাবে না দেখার ফলে এই অনাকাঙ্ক্ষিত ভুলটি হয়েছে। এ জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বিশ্বের সবচেয়ে আরামপ্রদ ও সময়ানুবর্তী ট্রেন চলাচলের জন্য প্রসিদ্ধ জাপান। দেশটিতে ট্রেনের সময়সূচিতে ঊনিশ-বিশ হওয়া বিরল ঘটনা। সুষ্ঠু ও সময়ানুবর্তী ব্যবস্থাপনার কারণে ট্রেনেই বেশি চলাচল করেন দেশটির নাগরিকেরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply