আদালত অবমাননায় চেয়ারম্যানের ৭ দিনের কারাদণ্ড!

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়ায় আদালতের আদেশ অমান্য করায় চেয়ারম্যানের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছেন আদালত।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার চাকামইয়া চুঙ্গাপাশা গ্রামের ফজলে আলী চৌকিদারের কন্যা আয়শা বেগমের কাছে যৌতুক দাবি করে স্বামী ইউনুস। কিন্তু যৌতুকের টাকা না দিতে পারায় আয়শা বেগমের উপর নির্যাতন চালায় ইউনুস। এর পরিপ্রেক্ষিতে গত ২০১৭ সালের ২২ জুন স্বামী মো. ইউনুসের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। পরে বিচারক মামলাটির সত্যতা যাচাইয়ে চাকামইয়ার চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেন। কিন্তু প্রায় ৩ বছর কেটে গেলেও কোন প্রতিবেদন দেয়া হয়নি। এ প্রতিবেদন না দেয়ার কারণে গত ৭ মে আদালত চেয়ারম্যানকে ৭ দিবদের মধ্যে ব্যাখ্যাসহ কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।

পরবর্তিতে ৭ কার্যদিবস সময় শেষেও চেয়ারম্যান কোর্টে উপস্থিত না হওয়ায় আজ ২০ মে সোমবার আদালত অবমাননার দায়ে চেয়ারম্যানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমান।

এ ব্যাপারে চাকামইয়ার চেয়ারম্যান হুমায়ন কবির কেরামতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নোটিশ পাইনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply