ঝিনাইদহের শৈলকুপায় ভুয়া ডিবি পুলিশ আটক

|

ঝিনাইদহের শৈলকুপায় ভুয়া ডিবি পুলিশের ওসি আটক হয়েছে। রোববার (১৯ মে) উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। খোকন নামে আটককৃত ব্যক্তির বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জনান, রোববার বিকাল ৫টার দিকে ভাটই বাজারের মিয়া মার্কেট এর সামনে থেকে খোকন নামের ওই প্রতারককে আটক করা হয়। ৩ সহযোগীকে সাথে নিয়ে সে প্রাইভেট কারে করে ভাটই বাজারে আসে। ডিবি পুলিশের পরিচয় দিয়ে গরু ব্যবসায়ী নজরুলকে আটক করে তারা। ছিনিয়ে নেয় নগদ ত্রিশ হাজার টাকা। আচরণ সন্দেহজনক হলে স্থানীয় জনতা খোকনকে আটক করে পুুুুলিশকে খবর দেয়। অবস্থা বেগতিক দেখে খোকনের দোসররা গাড়ী নিয়ে দ্রুত পালিয়ে যায়।

শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি ওসিকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের নগদ ত্রিশ হাজার দুইশত টাকা, একটি ধারাল ছোরা এবং জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়।

আটক আসামির বিরুদ্ধে ব্যবসায়ী নজরুল ইসলাম বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করেছেন। প্রতারক খোকনের সহযোগীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply