চাকুরিতে বিশেষ সুবিধাসহ ৬টি দাবি দৃষ্টি প্রতিবন্ধীদের

|

সরকারি চাকুরিতে বিশেষ সুবিধাসহ ৬টি দাবী জানিয়েছে দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে চাকুরী প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের নেতারা ৬টি দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে, ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত সরকারি, বেসরকারি চাকুরিতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ ব্যবস্থায় নিয়োগ দেয়া। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে রিসোর্স শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে উক্ত পদে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগ দেয়াসহ শিক্ষিত প্রতিবন্ধীদের বেকার ভাতা দেওয়ার দাবি জানান। অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ দৃষ্টি প্রতিবন্ধীদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply