সুদানের কেন্দ্রীয় ব্যাংকে ২৫০ মিলিয়ন ডলার জমা দিলো সৌদি আরব

|

দক্ষিণ আফ্রিকার দেশ সুদানের কেন্দ্রীয় ব্যাংকে ২৫০ মিলিয়ন ডলার জমা দিয়েছে সৌদি আরবের সরকার। রোববার দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

গত মাসে আফ্রিকার দেশটিতে সামরিক অভ্যুত্থানে সাবেক সামরিক স্বৈরশাসক ওমর আল বশিরের পতন ঘটে। এরপর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ৩ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে উভয় দেশ ৫০০ মিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়া কথা ছিল।

তারই অংশ হিসেবে আমিরাত গত মাসেই তাদের অংশ জমা দেয়। এবং সৌদি আরব নিজেদের অংশ আজ দিলো। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের স্বার্থের পক্ষে সুদান সব সময় সংহতি জানিয়ে এসেছে। ইরানের বিরুদ্ধে সুদানের কৌশলগত অবস্থান সৌদি ও তাদের মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ।

সুদান সরকারের বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ সুদানের ‘আর্থিক অবস্থানকে শক্তিশালী’ করবে এবং দেশটির পাউন্ডের ওপর চাপ কমানো ও বিনিময় হারে আরও স্থিতিশীলতা অর্জন করবে।

গত মাসে প্রেসিডেন্ট ওমর আল বশিরের ৩০ বছরের শাসনের অবসান হয়। ১৯৮৯ সাল থেকে সুদানের ক্ষমতায় ছিলেন ওমর আল বশির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply