বন্ধন এক্সপ্রেসের বাণিজ্যিকভাবে যাত্রা শুরু

|

৫২ বছর পর কলকাতা-খুলনা রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলো আজ। কলকাতা থেকে স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে বন্ধন এক্সপ্রেস খুলনা উদ্দেশে ছেড়ে আসে।

৫৩ জন যাত্রী নিয়ে ট্রেনটি বেনাপোল পৌঁছে পৌনে দশটার দিকে। ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সাড়ে দশটায় খুলনার উদ্দেশে ছেড়ে যায় বন্ধন এক্সপ্রেস। বেলা সাড়ে বারটার দিকে খুলনা স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। এক ঘণ্টাপর আবারও কলকাতার উদ্দেশে যাত্রা করবে বন্ধন এক্সপ্রেস। সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার চলাচল করবে ট্রেনটি। এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫শ’ টাকা। গত ৯ নভেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্ধন এক্সপ্রেস উদ্বোধন করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply