প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন সূচি

|

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

নতুন সূচি অনুযায়ী, প্রথম দুই ধাপের তারিখ পরিবর্তন হয়নি। আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপের পরীক্ষা ২৪ মে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ৩১ মে নেয়া হবে।

তবে তৃতীয় ধাপের পরীক্ষা ১৪ জুনের পরিবর্তে ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২১ জুনের পরিবর্তে ২৮ জুন নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার পরীক্ষার সংশোধিত তারিখ এবং কোন ধাপে কোন কোন জেলার পরীক্ষা হবে তা প্রকাশ করা হয়।

সেখানে জানানো হয়, তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলার ২৪ লাখ ১ হাজার ৯১৯ প্রার্থী ১৩ হাজার পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেবেন।

এর আগে গত ১৭ মে থেকে এই পরীক্ষা শুরুর কথা থাকলেও ওই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় এ নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply