থানা হাজতে ইয়াবা মামলার আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

|

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় ইয়াবাসহ গ্রেফতার হওয়া আসামি ওমর ফারুক ওরফে রায়হান (২০) লাশ  হাজতখানা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি ওমর আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টায় রায়হান হাজতখানার ভেন্টিলেটরের রডের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ওমর ফারুককে বুধবার রাত আনুমানিক পৌনে দশটায় কুয়াকাটা চৌরাস্তা এলাকা থেকে ১৩পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করা হয়। তার নামে নলছিটি, বাকেরগঞ্জ ও মহিপুর থানায় মোট চারটি মাদকের মামলা রয়েছে। বরিশাল-কুয়াকাটা রুটের ইমন পরিবহন একটি বাসের হেল্পার হিসেবে কর্মরত ছিল রায়হান।

মহিপুর থানার ওসি সাইদুল ইসলাম জানান, ওমর ফারুকের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার তবির কাঠি গ্রামে। বাবার নাম মৃত রফিকুল ইসলাম। বুধবার রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ ও কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামানের উপস্থিতিতে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রাতেই পটুয়াখালী জেলার পুলিশ সুপার মইনুল হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ওই সময়ের ডিউটি অফিসার এএসআই আব্দুল মতিনের কোন গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কোন গাফিলতি থাকলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply