শিক্ষা খাতে বাজেট কমানোর প্রতিবাদে উত্তাল ব্রাজিল

|

শিক্ষা খাতে বাজেট কমানোর প্রতিবাদে উত্তাল ব্রাজিল। রিও ডি জেনেরিও, সাও পাওলোসহ বড় বড় সব শহরে রাজপথে নেমেছে লাখো শিক্ষার্থী। বিক্ষোভ দমনে মাঠে নেমেছে সেনাবাহিনী।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ‘নির্বোধ’ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর দাবি, সরকারবিরোধী চক্রান্তের অংশ তারা। ক্ষমতাগ্রহণের মাত্র পাঁচ মাসের মাথায় এতো বড় আন্দোলনের মুখে বোলসোনারো। তার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল শিক্ষা ও শিক্ষাগত অবকাঠামোর মানোন্নয়ন। অথচ ক্ষমতায় এসে জাতীয় ব্যয় সংকোচন নীতির আওতায় শিক্ষা খাতে ৩০ শতাংশ বাজেট কাটছাঁট করে তার সরকার। এর ফলে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, দেশটির সব ধরনের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২শ’ কোটি ডলারের অর্থবরাদ্দ কমবে। বিক্ষোভকারীদের অভিযোগ- এ সিদ্ধান্তের প্রভাব পড়বে গবেষণা খাত, নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন পরিসেবায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply