ফসলের ন্যায্য দামের দাবিতে মানববন্ধন

|

কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দুপুরে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধনে বাংলাদেশের কৃষক সমাজকে টিকিয়ে রাখতে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।

বেশ কয়েকটি বিশ্ববিদ্যায়ের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কমিটির সদস্যরা এই মানববন্ধনে অংশ নেন। বক্তারা জানান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দাবি করা হলেও দেশের বাইরে থেকেও চাল আমদানি করার কারণেই দেশের কৃষকরা ক্ষতির শিকার হচ্ছেন। উৎপাদন খরচের সাথে সমন্বয় করে ধানের মূল্য নির্ধারণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এসময় ফড়িয়া ও মধ্যস্বত্তভুগীদের চক্র থেকে কৃষকদের রক্ষার দাবি জানান তারা।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply