মধুর ক্যান্টিনে হামলার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

|

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলনে হামলা- ভাঙচুরের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকালের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়ে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়।

এতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে দপ্তর সেলে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে কমিটিকে। ৩০১ সদস্যের ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়াকে কেন্দ্র করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পদবঞ্চিতরা। এসময় হামলা চালায় কমিটিতে পদপ্রাপ্ত এবং শোভন-রাব্বানীর অনুসারিরা। এতে রোকেয়া হল সাধারণ সম্পাদক শ্রাবন্তী তৃষাসহ ১০-১২ আহত হয়। রাতেই ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply