টানা এক সপ্তাহ তাপদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

|

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

টানা এক সপ্তাহ প্রচণ্ড তাপদাহের পর অবশেষে চুয়াডাঙ্গাতে স্বস্তির বৃষ্টি হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই বৃষ্টি শুরু হয়। চলে প্রায় আধঘন্টা। এই বৃষ্টির পরই মূলত স্বস্তি নামে জনমনে। অনেকে আনন্দে বৃষ্টিতে ভিজতে রাস্তায় নেমে পড়েন।

ফণির আগে ও দুই দিন পর থেকে চুয়াডাঙ্গাতে শুরু হয় প্রচণ্ড তাপদাহ। এতে করে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। হিটস্ট্রোকসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হতে থাকে শতশত মানুষ। এরপর সোমবার রাতে বৃষ্টিতে স্বস্তি নামে জনমনে।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply