বগুড়ায় বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

|

বগুড়া ব্যুরো:

বগুড়া শহরের মালতীনগর এলাকায় জিন্নাত ফারজানা তালুকদার এলমা নামের এক গৃহবধূ খুন হয়েছেন। সোমবার সন্ধ্যার কিছু আগে পুলিশ বাসার ভেতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারলো অস্ত্রের অন্তত ২৬টি আঘাত রয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী যমুনা নিউজকে জানান, মালতিনগর এসপি বাংলো লেনের সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুর রাজ্জাকের বাসার নিচতলায় ভাড়া থাকতেন ফল ব্যবসায়ী মুকুল হোসেন প্রামাণিক ও তার স্ত্রী এলমা। বিকেল ৫টার দিকে ঘরের ভেতর প্রতিবেশীরা এলমার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে থেকে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ এলমার মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয় ময়নাতদন্তের জন্য।

সদর থানার উপ-পরিদর্শক রহিম উদ্দিন জানান, খুনের শিকার এলমার শরীরে ধারালো অস্ত্র দিয়ে অন্তত ২৬টি আঘাতের চিহ্ন রয়েছে। খুনের ধরন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের জেরেই আক্রোশে কেউ খুনের ঘটনাটি ঘটিয়েছে।

যমুনা অনলাইন: এমএস/আরএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply