পরমাণু চুক্তির পক্ষে অবস্থান জানালো ইইউ, আলোচনা করবে যুক্তরাষ্ট্রের সাথে

|

ইরানের সাথে করা ৬ জাতির পরমাণু চুক্তির ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফ্রেডরিকা মগেরিনি।

একই সাথে তিনি বলেছেন, প্রতিপক্ষ শক্তিগুলোর মধ্যে যে কোনো ধরনের উত্তেজনা এড়িয়ে চলতে চায় ইইউ। আজ সোমবার ব্রাসেলসে সাংবাদিকদেকে এসব কথা বলেন তিনি।

মগেরিনি বলেন, পূর্ণ রাজনৈতিক সদিচ্ছা দিয়ে যথাসম্ভব আমরা চেষ্টা করবো চুক্তিটিকে বাঁচিয়ে রাখতে। প্রয়োজনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথেও এ বিষয়ে কথা বলবো।

এই মুহূর্তে ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত বৈঠকে মিলিত হয়েছেন। সেখানে পম্পেও অবস্থান করছেন। আজ কোনো এক সময় ইরান চুক্তির বিষয়ে কথা বলবেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply