সংযুক্ত আরব আমিরাতে ৪টি বাণিজ্যিক জাহাজে হামলা

|

সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় নোঙ্গর করা ৪টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে স্যাবোটাজ চালানো হয়েছে। এতে কেউ হতাহত হয়নি- এমন তথ্য নিশ্চিত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্যাবোটাজের ধরণ এবং হামলাকারীর বিষয়ে তথ্য প্রকাশে নারাজ দুবাই। তবে দাবি করা হয় ফুজাইরাহ্ বন্দরের কাছে হয়েছে এ ঘটনা। হরমুজ প্রণালীর কাছেই বিশ্বের বৃহত্তম জাহাজ নোঙ্গরসহ পণ্য খালাস-মজুদের কেন্দ্র এটি।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন দেশের জাহাজগুলোয় ছিলেন কয়েকশ’ ক্রু। তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া, জাহাজগুলো থেকে কোন ক্ষতিকর রাসায়নিক বা জ্বালানি তেলও সমুদ্রে ছড়িয়ে পড়েনি। এ ব্যপারে, স্থানীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা বিভাগের সহায়তায় চলছে তদন্ত। ইরানের সাথে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে যখন পারস্য উপসাগরে দুটি মার্কিন রণতরী ঘাঁটি গেড়েছে; সে সময় ঘটলো এই স্যাবোটাজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply