ঈশ্বরদীতে ৩৪০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

|

পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে ৩৪০ গ্রাম কোকেনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড় হতে অনুমান ২০০ গজ পশ্চিমে মিত্র এলপিজি অটো গ্যাস সার্ভিস এর সামনে তল্লাশি চালিয়ে শ্যামলী পরিবহনের একটি গাড়ী থেকে দুজনকে গ্রেফতার করে র‌্যাবের সদস্যরা।

ধৃত মাদক ব্যবসায়ীরা হলো কুষ্টিয়ার কুমারখালি থানার বানিয়াপাড়ার মরহুম হেলাল উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৪০) ও মানিকগঞ্জ জেলার মরহুম আব্দুল খালেকের ছেলে শাহ্ আলম (২৯)। তার বর্তমান ঠিকানা পাবনার সাঁথিয়া উপজেলার ছাত্তক পাড়া।

তাদের কাছ থেকে ৩৪০ (তিনশত চল্লিশ) গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য কোকেন উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি উদ্ধারকৃত কোকেনের মূল্য প্রায় দুই কোটি টাকা।

এসময় তাদের কাছ থেকে চার টি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য কোকেন বহন করিয়া ক্রয়-বিক্রয় করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। এঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply