বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার ও বনফুলকে জরিমানা

|

নোংরা পরিবেশ ও খাবারে তেলাপোকা পাওয়ায় রাজধানীর ধোলাইপাড় ও যাত্রাবাড়ীতে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে দেড় লাখ ও ধোলাইপাড় এলাকায় আদি বনফুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো নোংরা পরিবেশে মিষ্টিসহ নানা খাবার তৈরি করছে। তেলাপোকা পড়ে থাকতে দেখা গেছে মিষ্টিতে। কয়েকদিনের পুরোনো মিষ্টির শিরও পাওয়া গেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে তেলাপোকা মারতে বিষ দেয়া হয়েছিলো। সেই বিষ খেয়ে তেলাপোকা মিষ্টির মধ্যেই পড়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply