আস্থা ভোটে উতরে গেলো গ্রিস প্রধানমন্ত্রী

|

গ্রিক পার্লামেন্টের আস্থা ভোটে উৎরে গেলো প্রধানমন্ত্রী অ্যালেক্সাই সিপ্রাসের সরকার। স্থানীয় সময় শুক্রবার রাতে হয় ভোটাভুটি।

যাতে, ১৫৩-১৩৬ ভোটের ব্যবধাণে টিকে যায় সরকার। বিভিন্ন ইস্যুতে বামপন্থি সরকারের ওপর ছিলো বিরোধী দলগুলোর ক্ষোভ। টানা ৩ দিনের বির্তক শেষে ডাকা হয় অনাস্থা প্রস্তাব। ৩০০ আসনের পার্লামেন্টে প্রধানমন্ত্রী অ্যালেক্সাই সিপ্রাসের সিরিজা পার্টিরই রয়েছে ১৪৫ জন আইনপ্রণেতা। তবে, আস্থা ভোটে আরও ৮ স্বতন্ত্র এমপির সমর্থন পায় সরকার। ২৬ মে, ইউরোপীয় ইউনিয়নের ভোটের আগেই জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা দিতে হলো গ্রিক সরকারকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply