রাজশাহীতে দুপক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে গুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জেলার বাঘা উপজেলার কেশবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, মাদক ব্যবসার আধিপত্য নিয়ে তাদের দুপক্ষের গোলাগুলিতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঠেকাতে গিয়ে এক অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েক পুলিশ সদস্য আহত হন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, রাত ৪ টায় দুপক্ষের বন্দুক যুদ্ধের খবর পেয়ে কেশবপুর আমবাগানে পৌঁছে পুলিশ। এ সময় সেখানে মাদক ব্যবসার জিয়ারুল ইসলাম ওরফে কালুর গুলিবিদ্ধ মরদেহ সেখানে ছিলো।

ঘটনাস্থল থেকে ৫৩ বোতল ফেনসিডল, ১ টি পিস্তল, ১ টি ম্যাকজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর দু পক্ষই হামলা চালায় বলে উল্লেখ করে ইফতেখায়ের যমুনা নিউজকে জানান, এ সময় ছোঁড়া ইটের আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবসহ কয়েক জন পুলিশ সদস্য আহত হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত পুলিশ সদস্যরা ভালো আছেন আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply