রোহিঙ্গা সংকট: আসিয়ান সম্মেলনেও উদ্বেগ জানালেন জাতিংসঘ মহাসচিব

|

United Nations Secretary-General Antonio Guterres speaks during the 9th ASEAN UN Summit on the sideline of the 31st Association of Southeast Asian Nations (ASEAN) Summit in Manila on November 13, 2017. World leaders are in the Philippines' capital for two days of summits. / AFP PHOTO / POOL / Linus ESCANDOR II

আসিয়ান শীর্ষ সম্মেলনে জোটের সদস্য দেশগুলোর সাথে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সোমবার রাতে এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।

সেনা-নিপীড়নের কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়ের ঘটনায় উদ্বেগ জানান গুতেরেস। এদিকে বৈঠকে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই হওয়ার তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আসিয়ান শীর্ষ সম্মেলনে আশ্বাস দিয়েছেন অং সান সুচি।

জাতিসংঘ মহাসচিব বলেন, সহিংসতার কারণে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ উদ্বেগজনক। এতে আঞ্চলিক অস্থিতিশীলতা এবং উগ্রবাদ আরও বাড়বে। সংকট সমাধানে আসিয়ানের উদ্যোগকে স্বাগত জানায় জাতিসংঘ। আশা করবো সংকট সমাধানে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে আরো বেশি তৎপর হবে জোটের দেশগুলো।

গত আগস্টে শুরু হওয়া সহিংসতার কারণে এ পর্যন্ত রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখের বেশি উদ্বাস্তু। সংকট সমাধানে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন মিয়ানমারকে বারবার আহ্বান জানানো হলেও তা আমলে নিচ্ছে না অং সাং সু চির সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply