‘প্রধান বিচারপতির পদত্যাগে গণতন্ত্রের শেষ চিহ্নটুকুও গেছে’

|

প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে সরকার গণতন্ত্রের শেষ চিহ্নটুকুও নিশ্চিহ্ন করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রামে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এদিকে আজই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়া এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়কে চিঠিও দেয়া হয়েছে বঙ্গভবন থেকে।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে এক মাসের বেশি ছুটি নিয়েছিলেন তিনি। এরপর গত ১৩ অক্টোবর বিদেশ চলে যান বিচারপতি সিনহা। ছুটি শেষে ৯ নভেম্বর কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন এস কে সিনহা।

বিএনপি বলে আসছে প্রধান বিচারপতিকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। গত রোববার দলটির চেয়ারপারসন খালেদা জিয়াও সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে একই অভিযোগ তুলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply