২০১৯ সালের পরে উইন্ডোজ ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

|

কোন ডিভাইসগুলিতে সাপোর্ট দেওয়া হবে মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। এক ব্লগ পোস্টে প্রকাশিত এই তালিকা থেকে জানা গিয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর উইন্ডোজ ফোন থেকে সাপোর্ট তুলে নেবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। অর্থাৎ, এর পরদিন থেকে উইন্ডোজ ফোন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না আর।

সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে মার্কিন মেসেজিং কোম্পানিটি জানিয়েছে, নতুন বছরের প্রথম দিন থেকে এই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

গ্যাজেট ৩৬০ নামের একটি সংবাদমাধ্যমকে ইমেলে এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ এর এক প্রতিনিধি জানিয়েছেন, “সম্প্রতি উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমে সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। জুন মাসে উইন্ডোজ ফোনের শেষ আপডেট পাঠাবে হোয়াটসঅ্যাপ। এরপর ৩১ ডিসেম্বর পর্যন্ত উইন্ডোজ ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে।”

এছাড়াও ব্লগ পোস্টে জানানো হয়েছে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে এন্ড্রয়েড ভি২.৩.৭ বা, আইওএস সেভেন এবং এর চেয়ে পুরোনো ফোনে কাজ করবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply