বেত্রাঘাতে ছাত্রের চোখ নষ্ট করা সেই প্রধান শিক্ষক গ্রেফতার

|

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতে রিফাত মিয়া নামে এক ছাত্রের চোখ নষ্ট হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রফিকুল ইসলাম নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১০ এপ্রিল নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত মিয়া ক্লাসে পড়া না পারার কারণে বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. জাবেদ মিয়া তাকে বেত্রাঘাত করেন। এ সময় রিফাতের বাম চোখে বেতের আঘাত লাগে। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। রিফাতের চোখ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় শিক্ষক মো. জাবেদ মিয়া, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল ইসলামের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেন রিফাতের বাবা সিজিল মিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply