টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা, বৃষ্টির শঙ্কা

|

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার বিকেলে আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজের মূল লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নামতে হয়েছে টাইগারদের।

তবে ম্যাচটিতে বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানা গেছে আবহাওয়া পূর্বাভাসে।

আয়ারল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১টার দিকে বৃষ্টি খানিকটা থামলেও প্রচুর ঠান্ডা থাকবে। কনকনে ঠান্ডায় হাড়ে কাঁপুনি ধরাবে। তাপমাত্রা থাকতে পারে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এর আগে গত রোববার আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ঐদিন ব্যাটে-বল হতাশ করে টাইগাররা। হারে ৮৮ রানে। তবে আজ সেরাটা দিয়ে স্বরূপে ফিরতে তৈরি টিম বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ বলেই আজকের ম্যাচে কিছুটা এগিয়ে থেকে মাঠে নেমেছে বাংলাদেশ। কেননা প্রতিপক্ষের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়েতে গত দুই ওয়ানডে সিরিজে ট্রফি জিতেছে টিম টাইগার্স।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply