পোশাক খাতের সাড়ে ২২ ভাগ নারী শ্রমিক কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার

|

পোশাক খাতের সাড়ে ২২ ভাগ নারী শ্রমিক কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়। সকালে জাতীয় প্রেসক্লাবে ‘পোশাক কারখানায় নারী শ্রমিকদের যৌন হয়রানি: সংগ্রাম ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে, মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, পোশাক খাতের কর্ম পরিবেশ সম্পর্কে ধারণা পেতে, এই গবেষণার আয়োজন করা হয়। প্রতিবেদন থেকে জানা যায়, আশি ভাগের বেশি নারী ও পুরুষ শ্রমিক মনে করেন, নারী দেহে অপ্রত্যাশিত স্পর্শই হলো যৌন নির্যাতন। কর্মক্ষেত্রের পাশাপাশি অনেক সময় তারা রাস্তায়ও হয়রানির শিকার হচ্ছে।

আলোচকরা বলেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ করতে হবে। নিরাপদ পরিবেশে উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। এ জন্যে সরকার ও কারখানা মালিকদের তদারকি বাড়াতে হবে। কারখানা ব্যবস্থাপনায় আরও নারী কর্মকর্তার অংশ গ্রহণ বাড়ানোর পরামর্শ দেয়, মানুষের জন্যে ফাউন্ডেশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply