এসএসসিতে এবারও এগিয়ে মেয়েরা

|

২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডের ফলে ছেলেদের তুলনায় মেয়েরা ২.১৫ শতাংশ বেশি পাস করেছে। এ ছাড়া জিপিএ-৫-এ এগিয়ে আছে তারা।

সোমবার বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন।

এ বছর মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ, যেখানে ছেলেদের ৮১ দশমিক ১৩ শতাংশ।

এদিকে এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫৩ হাজার ৪৮৪ ছাত্রী। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৫২ হাজার ১১০ জন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ ছাত্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply