এসএসসিতে কমেছে জিপিএ-৫

|

এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে জিপিএ ৫ কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন। যা গত বছর ছিল এক লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বছরের তুলনায় এবার ৫ হাজার ৩৫ জন জিপিএ-৫ কম পেয়েছে।

এবার শুধুমাত্র এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৯৪,৫৫৬ জন। শতকরা হার ৫.৫৮ শতাংশ। গত বছর শুধুমাত্র এসএসসিতে জিপিএ ৫ পেয়েছিলো ১,০২,৮৪৫ জন।

এবছর মাদ্রাসা শিক্ষাবোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৬,২৮৭ জন। গত বছর পেয়েছিলো ৩,৩৭১ জন। অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪,৭৫১ জন। গত বছর পেয়েছিলো ৪,৪১৩ জন।

এ বছর পাশের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে স্কুলবোর্ডে এসএসসিতে পাশ করেছে ৮২ দশমিক ৮০ ভাগ। মাদ্রাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায় পাশের হার ৮৩ দশমিক ৩ শতাংশ, আর কারিগরি শিক্ষাবোর্ডে পাশের হার ৭২ দশমিক ২৪ শতাংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply