নওগাঁর বিলে মিলছে মানব কঙ্কাল

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.
নওগাঁর সাপাহার উপজেলার ভারত সীমান্তবার্তী ঐতিহ্যবাহী জবই বিলে পাওয়া গেছে মানব দেহের কঙ্কাল।
পানি সংরক্ষণের একটি প্রকল্পে বিলের মাঝে দোহারী খাল খননকালে দুই দফায় এ পর্যন্ত মাথার খুলিসহ ১৫ খন্ড হাড় উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার সকালে বিলের মহিষডাঙ্গা ঘাটে পানি উন্নয়ন বোর্ডের লোকজন খাল খনন করছিলেন। এসময় মানব দেহের ৫ খন্ড হাড় দেখতে পায় খনন কর্মিরা। কঙ্কাল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়  উৎসুক জনতা সেগুলো দেখতে ভীর করেন।
স্থানীয়দের ধারনা কঙ্কালগুলো ১৯৭১ সালে পাক হানাদার বাহীনির হাতে নির্মমভাবে নিহত মুক্তিকামী বাঙ্গালীর। মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর ও তাদের দোসররা মুক্তিকামী নিরহ বাঙালীকে হত্যা করে হয়তো জবই বিলের মাঝে লাশ পুতে রেখেছিল। আবার অনেকে ধারনা করছেন- অতীতে কোন নৌকা ডুবি মানুষেরও হতে পারে।
এর আগে গেল ২৮ এপ্রিল বিলের অন্য অংশে খাল খননের সময় মানব দেহের ১০ খন্ড হাড় পাওয়া গিয়েছিলো।
এছাড়া এর আগেও ওই বিলে খাল খননকালে মানব দেহের অসংখ্য হাড় উদ্ধার হয়।
এ বিষয়ে সাপাহার  থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, উদ্ধার হওয়া কঙ্কালগুলো বহু পুরনো, সাম্প্রতিক কালের কোন ঘটনা নায়।
কঙ্কালগুলো সংরক্ষণ করা হবে কি না সে বিষয়ে কোন এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি জানান ওসি।

সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply