রাজউক-ফায়ার সার্ভিসের দায়িত্ব কেনো সিটি করপোরেশনের কাছে নয়, হাইকোর্টের রুল

|

নগরবাসীর নিরাপত্তা ও ভবনের নিরাপত্তা রক্ষায় রাজউক ও ফায়ার সার্ভিসের দায়িত্ব কেন সিটি কর্পোরেশনের মেয়রের উপর ন্যস্ত করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে কর্তব্যরতদের এই রুলের জবাব দিতে বলেছে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্টেন দ্বৈত বেঞ্চ। সমন্বিতভাবে এই দুটি প্রতিষ্ঠান কাজ করলে জননিরাপত্তা সুরক্ষিত থাকবে বলে রিটে উল্লেখ করা হয়।

অপরদিকে ঢাকা শহরে ধূলার সমস্যা রোধে নিয়মিত পানি ছিটানোতে সিটি কর্পোরেশনের অবহেলা ও দায়িত্বহীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। বারবার জানতে চেয়েও এই বিষয়ে সন্তোষজনক কোন জবাব দেয়নি সিটি কর্পোরেশন। তাই আগামী ১৫ মে এই বিষয়ে জবাব দেয়ার জন্য সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত পরিচালককে হাজিরের নির্দেশ দিয়েছে বিচারপতি নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply