নুসরাত রাফি হত্যা মামলার চার্জশিট এ মাসেই: পিবিআই প্রধান

|

নুসরাত রাফি হত্যা মামলার চার্জশিট এ মাসেই দেয়া হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের কারো সাথে আপোস করা হবে না বলে জানিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

সকালে রাজধানীতে নারী নিপীড়নে তথ্য প্রযুক্তির অপব্যবহার শীর্ষক বির্তক প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফেনীর নুসরাত হত্যা মামলা তদন্তের দায়িত্বে থাকা পিবিআই এর প্রধান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ মাসেই দেয়া হবে চার্জশিট।

পিবিআই প্রধান জানান, অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে আইসিটি মামলার তদন্তের কাজ শেষ হতে আরো সময় লাগবে।

তথ্য প্রযুক্তির অপব্যবহার নাকি বিচারহীনতার সংস্কৃতির কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছে ? ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বির্তক প্রতিযোগিতায় উঠে আসে এ নিয়ে যুক্তিতর্ক।

অনুষ্ঠানে অংশ নেন ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আয়োজক সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সহিংসতা বন্ধে সচেতনতার পাশাপাশি দরকার বিচার নিশ্চিত করা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply