ফণি এখন গভীর নিম্ন চাপ; ‘কেটে গেছে বিপদ’

|

ঘূর্ণিঝড় ফণি দুর্বল হয়ে  গভীর নিম্নচাপে পরিনত হয়েছে।  নিম্নচাপে পরিনত হয়ে বর্তমানে পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘ফণি’। এরপর ধীরে ধীরে উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

এদিকে গভীর নিম্নচাপের কারণে দেশের আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে। বিভিন্ন জেলায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকবে। সাগর উত্তাল রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ৫০-৬০ কি.মি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

অন্যদিকে দেশের কক্সবাজার, মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ এসব জেলার চরাঞ্চলে ২ থেকে ৪ ফুট জলোচ্ছাস হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply