সমুদ্র নয় স্থলপথে বাংলাদেশে ঢুকছে ঘূর্ণিঝড় ফণি

|

সমুদ্র নয় স্থলপথে বাংলাদেশে ঢুকছে ঘূর্ণিঝড় ফণি। ভারতের পশ্চিমবঙ্গ হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর হয়ে ঝড়টি এগিয় যেতে পারে রাজশাহী বরাবর। এর বর্ধিত অংশের প্রভাবে মধ্যরাতের পর থেকে তুমুল ঝড়োবৃষ্টি হচ্ছে সাতক্ষীরা উপকূলে। তবে ঝড়ের মূল কেন্দ্রটি স্থলভাগে থাকায় বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে মনে করছে আবহাওয়া অফিস।

তবে এরইমধ্যে ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে ও বজ্রপাতে বাগেরহাট-কিশোরগঞ্জ, নেত্রকোণা ও নোয়াখালীতে ১১ জন নিহত হয়েছে।

ঘূর্ণিঝড় ফণি’র প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। উত্তাল রয়েছে সাগর। বৈরি আবহাওয়ায় নদী পথে সব ধরণের নৌ যান চলাচল বন্ধ রয়েছে। ফণি’র কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর সংকেত দেখাতে বলা হচ্ছে। একই সতর্কতা জারি রয়েছে ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসব জেলা সংলগ্ন চরাঞ্চলে। চট্টগ্রাম বন্দরে এখনও ৬ নম্বর বিপদ সংকেত বিরাজ করছে। এই সতর্কতা দেখাতে বলা হয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং আশপাশের চরগুলোতে।

ভারতে ওড়িষায় ভূমিতে আঘাত হানার পর ফণির গতিবেগ কিছুটা কমলেও এখন সেটি বেশ শক্তিশালী অবস্থায় রয়েছে। যশোর, কুষ্টিয়া, নড়াইল, মেহেরপুর অতিক্রম করে এটি রাজশাহী অভিমুখে অগ্রসর হতে পারে। তখন এর গতি থাকতে পারে ঘণ্টায় ১শ কিলোমিটার পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply