ফণির আঘাতে ‘বিজু পাটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে’ ব্যাপক ক্ষয়ক্ষতি

|

ঘূর্ণিঝড় ফণির আঘাতে ‘বিজু পাটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর’ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পরেছে। ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানানো হয় এই তথ্য।

কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্ষতির আশঙ্কায় গতকাল মধ্যরাত থেকে বাতিল করা হয় সব বিমানের শিডিউল। বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর। তাই, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হচ্ছে না।

ভুবনেশ্বরের এই বিমানবন্দর প্রতিদিন কয়েক হাজার যাত্রীকে সেবাদান করে থাকে। ঝড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিপাতে ভেঙ্গে পরে বিমানবন্দরে প্রবেশের করিডরের ছাদ। এছাড়া, যাত্রীদের বসার স্থানও ক্ষতির মুখে পরে। বন্দর কর্তৃপক্ষ বলছেন, ফণির তাণ্ডবে ভেঙ্গে পরেছে বেশ কিছু অ্যান্টেনা ও প্রয়োজনীয় সরঞ্জামও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply