‘ফণির কারণে উপকূলে সাবধানতার জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হতে পারে’

|

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

ঘূর্ণিঝড় ফণির কারণে উপকূল এলাকায় আগে থেকে সাবধানতার জন্য বিদ্যুৎ বন্ধ রাখার প্রস্তুতি আছে বলে জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ শুক্রবার সকালে বারিধারায় বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দুর্যোগের ফলে যদি বিদ্যুৎ লাইনে কোন সমস্যা হয় তবে সদর এলাকায় দ্রুত ঠিক হলেও অঞ্চলিক পর্যায়ে ঠিক করতে কিছুটা সময় লাগতে পারে। তবে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন ঠিক করতে বিদ্যুৎ বিভাগ প্রস্তুত আছে।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের সতর্কতামুলক ব্যবস্থা হিসাবে সমুদ্রে এলএনজিবাহী জাহাজে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, এবারের রমজানে বিদ্যুৎ নিয়ে বড় ধরণের কোন সমস্যা হবে না। আর গরমে অতিরিক্ত চাহিদা পূরণে পর্যাপ্ত বিদ্যুৎ আছে বলেও জানান মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply