ইরান-ইরাকে ভূমিকম্পে তিন শতাধিক নিহত

|

ইরাক-ইরান সীমান্তে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩৩৫ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ১৮ শ’র বেশি। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো কুর্দিস্তানের পেনজিন এলাকায়। স্থানীয় সময় রাতে হওয়া জোরালো এই ভূমিকম্পে ইরানেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির কেরমানশাহ প্রদেশের ডেপুটি গর্ভনর জানিয়েছেন, এখন পর্যন্ত দুশ’র বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যাদের বেশিরভাগই ‘সারপোল-ই-জাহাব’ ও ‘সালাস-ই-বাবাজানি’ শহরের বাসিন্দা। এছাড়া, দেশটির সীমান্তবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৮টি গ্রাম।

এদিকে, ইরাকে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইরাকের রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জাতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থাগুলোর দাবি, সীমান্ত এলাকায় এখনও অনুভূত হচ্ছে ভূমিকম্পের আফটারশক বা অনুকম্পন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply