দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

|

নবম থেকে ২০তম গ্রেডের বেতনভুক্ত সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত চাকরিতে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

সকালে আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা। ১০ম গ্রেডভুক্ত ৩৮ নম্বর রিসোর্স শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে উক্ত পদসমূহে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগ করতে হবে। পড়ালেখা সমাপ্তি থেকে চাকরি প্রাপ্তি পর্যন্ত মাসিক ১০ হাজার টাকা বেকার ভাতা। এছাড়া তীব্রমাত্রার দৃষ্টি প্রতিবন্ধিদের সর্বাধিক অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার দাবি। একইসাথে দৃষ্টি প্রতিবন্ধীদের বছরে একবার বিশেষ নিয়োগ দেয়ার দাবি করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply