ফণি মোকাবেলায় ফায়ার সার্ভিসসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

|

ঘূর্ণিঝড় ফণির সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা ও উপকূলীয় জনগণের নিরাপত্তায় ফায়ার সার্ভিসসহ সরকারের সংশ্লিস্ট বিভাগ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। দুপুরে সচিবালয়ে অগ্নিদূর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, উপকূলীয় সব উপজেলায় দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রশমনে প্রস্তুতি সভা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে নিরাপত্তা বাহিনীগুলোও। মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকার মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে পরিচিত। এর আগেও তাদের এ ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে তারাও সচেতন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply