জাপানের ১২৬তম সম্রাট হিসেবে অভিষেক ক্রাউন প্রিন্স নারুহিতোর

|

জাপানের ১২৬তম সম্রাট হিসেবে অভিষেক ঘটলো ৫৯ বছর বয়সী ক্রাউন প্রিন্স নারুহিতোর। তিন দশকের হেইসেই যুগের অবসানের মধ্য দিয়ে, বুধবার তার হাত ধরে সূচনা হয় সুন্দর ও একতার- রেইওয়া যুগের।

ইম্পেরিয়াল প্যালেসে এক অনাড়ম্বর, কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিংহাসনে বসার যাবতীয় নিয়ম পালন করেন নারুহিতো। জাপানের রাজক্ষমতার প্রতীক হিসেবে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করেন, একটি তলোয়ার, রত্ন আর আয়না; যেগুলো প্রজন্ম থেকে প্রজন্ম বহন করে আসছে দেশটির রাজপরিবার।

এর আগে মঙ্গলবার রাজপরিবারের প্রথা ভেঙ্গে স্বেচ্ছায় সিংহাসন ছাড়েন তার বাবা আকিহিতো। বিশ্লেষকরা বলছেন, তিন দশকের রাজত্বে আকিহিতোর অর্জিত ভাবমূর্তি ধরে রাখাই যুবরাজ নারুহিতোর বড় চ্যালেঞ্জ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply