ঘূর্ণিঝড় ‘ফণি’: সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

|

দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘুর্ণিঝড় ‘ফণী’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তর হয়েছে। ফলে দেশের চারটি সমুদ্রবন্দরে দুইনম্বর সতর্কতা সংকেত বাড়িয়ে চার নম্বর স্থানীয় সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রথম ভারতে উড়িষ্যা উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হলেও প্রবল ঘূর্ণিঝড় ফণী উত্তর,উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভবনা এখন ৬০ ভাগ বলছে আবহাওয়া অধিদপ্তর। তবে যদি ফণী ভারতের পশ্চিমবঙ্গের স্থলভাগ হয়ে আসে সেক্ষেত্রে তা নিম্নচাপ আকারে বাংলাদেশ অতিক্রম করবে।

আগামী তিন তারিখ পশ্চিমবঙ্গ উপকূলে এবং চার তারিখ বাংলাদেশে আঘাত হানবে ফণী। পাঁচ তারিখ সারাদিনই বাংলাদেশের ওপর অবস্থান করবে ফণী ফলে সারাদেশেই বৃষ্টিপাত হবে। এখন পর্যন্ত ফণীর কেন্দ্রে বাতাসের গতিবেগ প্রতিঘন্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার। ঘূর্ণিঝড় আকারে ফণী বাংলাদেশ আঘাত হানলে খুলনা ও চট্টগ্রামের উপকূলে জলোচ্ছ্বাস, বন্যার মত দুর্যোগ হবার সম্ভাবনাও রয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply