যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলি, নিহত ২

|

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেছে অন্তত দু’জনের। আহত আরও চারজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টার দিকে শার্লট এলাকায়, বিশ্ববিদ্যালয়ের কেনেডি হল প্রশাসনিক ভবনের কাছে হয় এ গোলাগুলি। এসময় সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ আশ্রয়ে লুকিয়ে যেতে টুইটারে বার্তা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ওয়েবসাইটে, সব শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে সরিয়ে নেয়ার কথা জানানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ বছর বয়সী ওই যুবকের নাম ট্রিস্টান টেরেল। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। দু’দিন আগেই যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অজ্ঞাত বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হন একজন; গুলিবিদ্ধি হন আরও ছয়জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply