নুসরাত হত্যা: ওসিসহ চার পুলিশের অবহেলার প্রমাণ মিলেছে তদন্তে!

|

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত রাফি হত্যার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনসহ চার পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি।

গতরাতে প্রতিবেদনটি সদর দপ্তরে জমা দেয়া হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি এসএম রুহুল আমীন। নৃশংস এই হত্যাকান্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। পরে তদন্ত কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর। কমিটি ফেনীর বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা, প্রশাসন, জনপ্রতিনিধিসহ অনেকের বক্তব্য নেয়। গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাদে আগুন দেয়া হয় নুসরাতের গায়ে। তিন দিন পর ১০ এপ্রিল রাতে মারা যায় নুসরাত।

এ ঘটনায় এরইমধ্যে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ৯ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply