খেলার শেষ দিকে তাড়াহুড়ো না করার পরামর্শ প্রধানমন্ত্রীর

|

বিশ্বকাপে খেলোয়াড়দের আত্মবিশ্বাস রেখে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে গণভবনে বিশ্বকাপে খেলতে যাওয়া জাতীয় ক্রিকেট দলকে তিনি এই পরামর্শ দেন।

এসময় খেলার শেষের দিকে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

এর আগে দুপুর সাড়ে দিকে গণভবনে যান ক্রিকেটাররা। সেখানে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ক্রিকেট দলের সদস্যদের সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে গণভবনে প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা একসঙ্গে দুপুরের খাবার খাওয়ার কথা রয়েছে। এর পর বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বকাপের আগে আয়ার‍ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ৫ মে দেশ ছেড়ে উড়াল দেবেন মাশরাফি-সাকিবরা।

এর আগে গেল সোমবার বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করে বিসিবি। ওই দিন হোম অব ক্রিকেট মিরপুরে ওয়ানডে অধিনায়ক মাশরাফির হাতে নতুন জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply