যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে খ্রিষ্টান বন্দুকধারীর হামলা

|

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরের এক ইহুদি উপাসনালয়ে হামলা চালিয়েছে এক কট্টরপন্থি খ্রিষ্টান। বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। হামলায় জড়িত সন্দেহে পুলিশ ১৯ বছর বয়সী জন আর্নেস্টকে গ্রেফতার করেছে। খবর বিবিসির।

শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, সিনাগগটিতে পাসওভার অনুষ্ঠান চলাকালে ওই হামলা চালানো হয়। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। পুলিশ হামলার মোটিভ খতিয়ে দেখছে। সোশ্যাল মিডিয়াতে হামলাকারীর একাধিকবার ইহুদি বিদ্বেষী পোস্ট বিবেচনায় নিয়ে পুলিশ একে ‘হেট ক্রাইম’ বলে ধারণা করছে।

হামলা চালানো আগে অনলাইনে একটি ফোরামে আর্নেস্ট হামলার পূর্বাভাস দিয়ে জানায়, ক্রাইস্টচার্চের মসজিদে চালানো নৃশংস হামলা থেকে সে সিনাগগে হামলার অনুপ্রেরণা পেয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply