‘শীঘ্রই আসছে’: বাংলায় আইএসের এমন পোস্টারে কী বলা হয়েছে?

|

টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে-সহ ভারতের কয়েকটি সংবাদমাধ্যম একটি প্রতিবেদনে দাবি করেছে যে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়েছে।

সংবাদমাধ্যমগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে জানিয়েছে, বার্তা আদানপ্রদান মাধ্যম টেলিগ্রামে একটি আইএস ঘনিষ্ঠ একাউন্ট থেকে বাংলা ভাষায় একটি পোস্টার ছড়ানো হয়েছে, যাতে লেখা ছিল ‘শীঘ্রই আসছে… ইনশআল্লাহ’।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই পোস্টারটিতে ‘আল মুরসালাত’ নামে একটি গ্রুপের লোগো ছিল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো আইএসের সেই একাউন্টের নাম বা পোস্টারটি প্রকাশ করেনি। তবে টেলিগ্রামে ‘আলমুরসালাত আপলোড’ নামক একটি একাউন্ট থেকে ছড়ানো এ সংক্রান্ত পোস্টারটি পাওয়া গেছে যা নিচে দেয়া হলো–

এই পোস্টারে কোথাও হামলার ইঙ্গিত নেই। আবার একই একাউন্ট থেকে ছড়ানো আরেকটি বার্তায় দেখা যাচ্ছে, ‘শীঘ্রই আসছে” বলে বুঝানো হয়েছে আইএসের বাংলা ভাষায় অনুদিত একটি ‘নাশিদ’ (ইসলামী সংগীত) এর কথা। অর্থাৎ, ভারতীয় পত্রিকাগুলোতে যেভাবে ‘শীঘ্রই আসছে’ বলে ‘শীঘ্রই হামলা হতে পারে’ বলে জানানো হয়েছে, বাস্তবে সেরকম কিছু নয় বলেই টেলিগ্রামের আইএস ঘনিষ্ঠ একাউন্টের বার্তায় দেখা যাচ্ছে। ‘আল মুরসালাত মিডিয়া’ হলো আইএসের অনুবাদ শাখা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply