শ্রীলঙ্কায় জঙ্গি আস্তানায় অভিযানে ৬ শিশুসহ নিহত ১৫

|

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে কোণঠাসা হয়ে পড়ায় আত্মঘাতী বোমা হামলকারীরা নিজেদের উড়িয়ে দিলে ছয় শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে কালমুনাই শহরের কাছে ইসলামপন্থীদের একটি নিরাপদ বাড়িতে তিনজন ব্যক্তি বিস্ফোরণ ঘটালে অন্যতিন নারী ও ছয় শিশু নিহত হন।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এছাড়াও তিন ব্যক্তির মরদেহ বাইরে পড়ে থাকতে দেখা গেছে। তারাও আত্মঘাতী বলে ধারনা করা হচ্ছে।

এর আগে রোববার তিনটি হোটেল ও তিনটি গির্জায় একযোগে বিস্ফোরণে ২৫৩ জন নিহত ও পাঁচশতাধিক আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোর করতে ইতিমধ্যে ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপলা সিরিসেনা বলেছেন, রোববারের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তারা ১৪০ সন্দেহভাজনকে খুঁজছেন। এ হামলায় ২৫৩ জন নিহত ও পাঁচশতাধিক আহত হয়েছেন।

শুক্রবার কলম্বোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে আইএসের তৎপরতা পুরোপুরি নিয়ন্ত্রণ করার সক্ষমতা শ্রীলঙ্কার রয়েছে।

এ হামলার ঘটনায় দেশটির মুসলমানদের যাতে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা না হয়, দেশবাসীর কাছে সেই আহ্বানও তিনি জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply