শোকের মাস আগস্ট

|

১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক জান্তাদের হাতে সপরিবারে প্রাণ হারান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শুরু হলো শোকের মাস আগস্ট। এই মাসেই বাঙালি হারিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক জান্তাদের হাতে বঙ্গবন্ধুর সঙ্গে আরও প্রাণ হারান তাঁর সহধর্মিণী, তিন ছেলে ও দুই পুত্রবধূ। প্রবাসে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। নির্মম সেই হত্যাযজ্ঞে আরও নিহত হন বঙ্গবন্ধুর ৯ আত্মীয়। শেখ মুজিবুর রহমানের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাও শহীদ হন।

মাত্র ৫৫ বছরের জীবনেই রাজনীতির মহাকাব্য রচনা করে গেছেন বঙ্গবন্ধু। যৌবনের ১৩টি বছর কাটিয়েছেন জেলে। লক্ষ্য ছিল বাঙালির সার্বিক মুক্তি। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনেও বঙ্গবন্ধু ছিলেন দূরদর্শী। ক্রমেই তিনি হয়ে উঠেন বিশ্ব নেতা। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মাসজুড়ে নানা কর্মসূচি পালন করবে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply