জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসার সামনে সাধারণ ছাত্র পরিষদের অবস্থান

|

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব সংসদে নাকচের প্রতিবাদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র পরিষদের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার একটি বেসরকারি প্রস্তাব জাতীয় সংসদে প্রত্যাখ্যান করার পর তারা এ অবস্থান নেয়।

বৃস্পতিবার রাত নয়টায় বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্টের সামনে তারা অবস্থান নেয়। পরে প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে চান। কিন্তু অনুমতি না পেয়ে বেইলি রোডে অবস্থান নেন শিক্ষার্থীরা। ভোর চারটার দিকে সেখান থেকেও তাদের তুলে দেয় পুলিশ। পরে তারা হেয়ার রোডে অবস্থান নেন।

বিক্ষুব্ধরা বলেন, বয়সসীমা না বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা থেকে সরে আসতে হবে; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হবে।

এর আগে জাতীয় সংসদে স্বতন্ত্র এমপি রেজাউল করিম বৃহস্পতিবার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার বেসরকারি প্রস্তাব আনলে তা কণ্ঠ ভোটে প্রত্যাখ্যাত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply